ড্যাফোডিল
—মোবায়দুল সাগর
একটি ড্যাফোডিল, দুটি বেগোনিয়া ও
সাতটি ল্যাভেন্ডারের জীবন আমার চাই।
ফুলের স্তনদ্বয়ের খাঁজে মুখ গুঁজে আমি—
যত জীবনীশক্তি ছিল তার নিজের করে নেব।
হাওয়ায় ভেসে যাচ্ছে যে জীবন—দিগ্বিদিক
জ্ঞানশূন্য হয়ে—ফুলের পাপড়ির ঠোঁট শুষে
যেন আবার তরতাজা এক স্পর্শ ফিরে পাব।
ড্যাফোডিলের যত হলুদ—আমি তার বেশি
ধোঁকার পান্ডুরোগে আক্রান্ত—রঙ বিনিময়
চলবে ড্যাফোডিল, বুরা না মানো হোলি হেঁ!
১১-০২-২০২৩
মিরপুর-১, ঢাকা।
আপনি কি পছন্দের চাকুরি খুঁজছেন??? বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করে ও মনের মত চাকুরি খুঁজে পাচ্ছেন না? আপনাদের চাহিদা বিবেচনা করেই আমরা সকল ক্যাটেগরির চাকুরির সমাহার নিয়ে সাজিয়েছি আমাদের ওয়েব সাইট, এখনই ভিজিট করুন এই লিংকে-
উত্তরমুছুনhttps://jobmatchingbd.com/
একটি মন্তব্য পোস্ট করুন